Mack 10 - Radio Insert: Funk Master Flex Songtext
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে,
আমি পাশে নেই
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
অলস কোন বিকেলে
লাল-কাঁচ গ্লাসে পোড়ে সময়
চুরমার, মাতাল
বরফ গলা রাত, ভেলভেট চাদর
তবুও কি স্বপ্নের আকাল?
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন ফুরায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
পাঠায় তোমার ঠিকানায়।
যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
Falsches Video?
Dieses Video ist aktuell für den Songtext hinterlegt:
https://www.youtube.com/watch?v=_6oL-N0ULr8
Falsch? Dann Trage hier den Link für das richtige Video von YouTube ein.
Was denkst du über "Radio Insert: Funk Master Flex"?